ClickBangla

All important site in one click
May 24


ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর তীর,বেদখল, মাটি ভরাট এবং স্থায়ী-অস্থায়ী সব ধরনের নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

রোববার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহম্মদের হাইকোর্ট বেঞ্চ মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন 'হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ' এর দায়ের করা একটি জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়

পাশাপাশি নদীগুলোকে পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কেন নির্দেশ দেওয়া হবে না এবং নদী তীরের অবৈধ স্থায়ী-অস্থায়ী স্থাপনা অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে নাÑ তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলনিশি জারি করা হয়েছে।

এছাড়া, নদীগুলোর প্রকৃত সীমানা নির্ধারণের কেন নির্দেশ দেওয়া হবে নাÑ আদলত তাও জানতে চেয়েছে।

পরিকল্পনা, অর্থ, নৌ পরিবহন, ভূমি, স্থানীয় সরকার, পানি সম্পদ ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান, ভূমি ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসককে আগামী এক সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর তীরদখল, মাটিভরাট এবং স্থায়ী-অস্থায়ী সব ধরনের নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যও তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়।

রিটটি পরিচালন করেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ।

0 comments

Post a Comment

Wowzio Panoramic Slideshow

Follow us

ClickBangla Justclick's Facebook Profile

Magazine

Bangla Television